
গাইবান্ধার বিষ্ণুপুর থেকে ২০১৪ সালের নাশকতা, বিস্ফোরক,
অগ্নিসংযোগসহ পাঁচটি মামলার পলাতক আসামী মুকুলকে গ্রেফতার করেছে র্যাব ১৩ – গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।
র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্প কর্তৃক গ্রেফতারকৃত ৫ টি মামলার পলাতক আসামী মুকুল বিরুদ্ধে বিজ্ঞ আদালতে বিচারাধীন মামলা গুলো হলো – গাইবান্ধা সদর থানা ১। এসটি নং ১৫০/ সদর থানা জিআর নং – ৪/১৪,২। এসটি নং ৮৩/১৪, সদর থানা জিআর নং-২০/১৪, ৩। সদর থানা জিআর নং ৪/১৪ ক পেনাল কোড,প্রসেস নং ৮৪৩/১৬ ৪।সদর থানা জিআর নং ৬/১৪ পেনাল কোড প্রেসস নং-৬২৬/১৫, ৫। সদর থানা জিআর নং ২০ ক, পেনাল কোড, প্রসেস নং -৮৩২ /১৬।
এসব মামলার পলাতক আসামী র্যাবের হাতে গ্রেফতারকৃত মুকুল গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের কছের উদ্দিনের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করেছেন র্যাব ১৩ এর এএসপি হাবিবুর রহমান হাবিব।