
কলকাতার তারকা অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় পর্দায় যেমন রোম্যান্টিক জুটি গড়ে তুলেছেন তেমনি বাস্তবেও। আর এ কথা এখন টালি পাড়ার সবারই জানা। আবারো এই জুটির দেখা মিলবে রাজা চন্দের আসন্ন ছবি ‘গার্লফ্রেন্ড’-এ।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গার্লফ্রেন্ড’ ছবির টাইটেল ট্র্যাক। আর এতে জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে গান গেয়েছেন রূপম ইসলাম। ইতোমধ্যেই গানটি সোশ্যাল অডিয়েন্সের পছন্দের তালিকায় চলে এসেছে।
বাংলা কর্মাশিয়াল ছবির চেনা গানের বাইরে ছকভাঙাভাবে এই গান তৈরি করেছেন জিৎ। তাকে যোগ্য সঙ্গত করেছেন রূপম।
বনি-কৌশানী জুটির পারফরম্যান্স এর আগেও দর্শকেরা পছন্দ করেছেন। এই ছবিতে তারা নতুন কিছু উপহার দেবেন, এমনটাই আশা করছেন তাদের অনুরাগীরা।
‘গার্লফ্রেন্ড’ ছবির টাইটেল ট্র্যাক…