
গাইবান্ধায় এক ডজন ডাকাতি মামলার আসামী ডাকাত সরদার খয়রা(৫০) ও ভোটকা (৪৫) কে গ্রেফতার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ।
গতকাল ২৬ আগষ্ট রোববার ভোরে তাদের রংপুর জেলার মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ডাকাত সরদার খায়রুজ্জামান ওরফে খয়রা (৫০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিন ইউসুবপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এবং রঞ্জু ওরফে ভোটকা(৪৫) একই উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানা সূত্রে জানা যায়, খয়রা ও ভোটকা আন্ত:জেলা ডাকাত সরদার। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদরসহ দেশের বিভিন্ন থানায় এক ডজন ডাকাতি মামলা রয়েছে। এই সরদার দুইজনকে ধরতে দীর্ঘদিন থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছিলো।গোপন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।