
ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রী সামিরা শারমীন ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন।
মামলায় মোসাদ্দেকের মা পারুল বেগমকেও আসামি করা হয়েছে। রবিবার বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করা হয়।
মামলার আইনজীবী রেজাউল করিম খান ও আদালতের বেঞ্চ সহকারী আনোয়ার হোসাইন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা জানিয়েছেন, বিচারক রোজিনা খান মামলাটি তদন্তের জন্য জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালে আপন খালাতো ভাই মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার সামিরা শারমীনের।
বিয়ের পর ময়মনসিংহের কাচিঝুলিতে নিজের বাসায় সামিরাকে রেখে মোসাদ্দেক বেশির ভাগ সময় ঢাকায় থাকতেন।
এ সময় মোসাদ্দেক অন্য মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। ওই সময় সামিরাকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি যৌতুক হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।
১৫ আগস্ট মোসাদ্দেক ও তার মা পারুল বেগম সামিরার কাছে আবারও ১০ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দেওয়ায় সামিরাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সামিরার ভাই জাকারিয়া বলেন, নির্যাতন ও যৌতুক দাবি করায় মোসাদ্দেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।