1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের এনসিপি’র ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে অবস্থান নিতে পারবেন না : নির্বাচন কমিশনার জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত বাংলাদেশ রংপুরে সমাবেশে যাবার পথে তারেক রহমানের পলাশবাড়ীতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি ফুলছড়িতে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক জিয়া পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নারী শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে পলাশবাড়ীতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন মেক্সিকোতে ফুটবল খেলায় সশস্ত্র হামলা: নিহত ১১, গ্রেফতার ৩

গাইবান্ধায় বেগুন নিয়ে বিপাকে কৃষক

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে গড়ে ওঠঅ সবজির পাইকারীহাটে অন্যান্য সবজির তুলনায় বেগুনের দাম অনেক কম। গতকাল শনিবার এই হাটে বেগুন বিক্রি করতে এসে বিপাকে পড়েন কৃষকরা। কোন কৃষকের মুখে ছিল না হাঁসি। বস্তা ভর্তি বেগুন নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও কোন পাইকার দাম না করায় অনেক কৃষক মাটিতে ঢেলে চলে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলার পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড়ের পূর্ব পাশে গড়ে ওঠা পলাশবাড়ী পাইকারী হাট। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত শাক-সবজির পাইকারী হাট বসে। দুপুরে পর বসে গরু ও বাঁশের হাট। শনিবার সকালে সবজির হাটে বেগুন, মরিচ, আলু, পোটল, জালি কুমড়া, লাউ, শসা, আদা, রসুন, করলা, কাকরোল, ঝিঙ্গা, কচু, বটবটিসহ বিভিন্ন শাক-সবজি নিয়ে আসে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা। প্রতিদিনের ন্যায় অন্যান্য সবজি বিক্রি হলেও বস্তা ভর্তি সবজি নিয়ে দুপুর পর্যন্ত বেগুন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কৃষকদের। পাইকাররা কৃষকের বেগুন মান ভেদে মন প্রতি কিনছে ৩০-১০০ টাকায়। ঈদ পরবর্তী বেগুনের চাহিদা না থাকায় দাম নেই বললেই চলে। অথচ এক সপ্তাহ আগে এই হাটে কৃষকের কাছ থেকে পাইকাররা প্রতি মন বেগুন ৫০০ থেকে ৮০০ টাকায় কিনেছেন।

পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরিরহাট গ্রামের আতিকুর রহমান বলেন, সকাল ৭টার সময় আড়াই মন বেগুন নিয়ে হাটে আসছি। তবে কোন পাইকার আমার কাছে আসেনি এবং কেউ দামও করেনি। গেল ঈদের আগে পাঁচ মন বেগুন ৬০০ টাকা করে বিক্রি করেছি। এখন বিকাল তিনটা বাজে কেউ দাম না করায় মাটিতে ঢেলে দিলাম। এই বেগুন বহন করে আর বাড়িতে নিতে চাচ্ছি না।

একই উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের আবুল কালাম আজাদ বলেন, সাত বিঘা জমিতে বেগুন চাষ করেছি। ঈদের আগ পর্যন্ত ৫০০-৭০০টাকা করে মন প্রতি বিক্রি করতে পারছি। তবে ঈদের পর একে বারে দাম নেই বললেই চলে। তিনমন বেগুন ৫০টাকা করে ১৫০টাকায় বিক্রি করেছি।

হাটের পাইকার রবিউল প্রধান বলেন, হাট থেকে সবজি কিনে ঢাকায় পাঠাই। ঢাকার পাইকারদের সাথে যোগাযোগ করা হলে তারা বেগুন কিনতে আগ্রহ প্রকাশ না করায় আমরাও তেমন বেগুন কিনছি না। তবে বেগুনের দাম নেই একে বারেই। সর্ব নিম্ন ৩০টাকা এবং সর্বোচ্চ ১০০টাকায় বেগুন কিনেছি।

জহুরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে ঢাকায় তেমন জনগণ না থাকায় বেগুনের চাহিদা কম। তাছাড়া সব সবজির কম দামে কিনেছি। কৃষকরা বেগুনের দাম না পাওয়ায় তারা বড় বিপাকে পড়েছেন। আগামী এক সপ্তাহের মধ্যে ঈদে আসা মানুষগুলো ঢাকায় ফিরে যাবে। তখন ঢাকায় বেগুনের দাম বাড়লে আমরা হাট থেকে কৃষকের কাছ থেকে বেশি দামে কিনতে পারবো। কিছু পাইকারকে আমরা বেগুন দিব বলে আজ শনিবার হাট থেকে কিনলাম। তখন কৃষক লাভবান হবে বলে আমি মনে করি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft