
গাইবান্ধার পলাশবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামী বরিশাল ইউনিয়নের কাজী শাহ আলমের ছেলে ফরহাদকে(২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়,উপজেলার বরিশাল ইউনিয়নে এলাকার চালিতাদহ গ্রামে গত বছর একটি ধর্ষণের ঘটনা ঘটে।পরবর্তিতে এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা(২৭৫/১৭) দায়ের হয়।
মামলার আসামী ওই গ্রামের বাসিন্দা বরিশাল ইউপি কাজী শাহ আলমের ছেলে ফরহাদ ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দেয়।
দীর্ঘদিন পলাতক থাকার এক পর্যায় গোপন সূত্রে খবর পেয়ে থানার এসআই তয়ন রাজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত শুক্রবার রাতে এক অভিযান চালিয়ে ফরহাদকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।