
নিজ নির্বাচনী এলাকায় সফরকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও সাঘাটা ফুলছড়ি আসনের সংসদ সদস্য এ্যাড,ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সাথে পৃথক পৃথক ভাবে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
আজ ২৫ আগষ্ট শনিবার দুপুর জেলা প্রশাসকের ডাকবাংলোয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া উপস্থিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। পরে তিনি জেলা পুলিশ সুপারের ডাকবাংলোয় উপস্থিত হলে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া কে ফুলেল শুভেচ্ছা জানান জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

এদিন পৃথক পৃথক ভাবে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ছাড়া গাইবান্ধার মানুষ নিছিদ্র নিরাপত্তা ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে ঈদ উৎসব পালন করেছে। এ জন্য তিনি জেলা প্রশসন ও জেলা পুলিশ সুপারের ভূয়সী প্রশংসা করেন।