
গাইবান্ধায় জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে জেলা যুবলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আজ ২৪ আগষ্ট শুক্রবার জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এম পি।

জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডল,পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। আরো বক্তব্য রাখেন জেলা উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট শাহাদত বরণকারীদের আত্মার শান্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ূ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা যুবলীগেরর সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীব।