গাইবান্ধা প্রতিনিধিঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধা’র উদ্যোগে গতকাল সকালে শহরের আসাদুজ্জান মার্কেট এর সামনে ‘জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্র“ত ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিএফজি বিষয়ক উপ-কমিটির আহবায়ক প্রবীর চক্রবর্ত্তী, সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, উজ্জল চক্রবর্ত্তী প্রমূখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশসহ স্বল্পোন্নত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহে প্রতিনিয়ত ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, খরা ও তীব্র তাপমাত্রার প্রকোপ ক্রমেই বাড়ছে। উপকূলীয় বন্যা, তীর ভাঙন এবং কৃষিতে বিপর্যয়ের প্রভাবে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের প্রায় ২.৭ কোটিসহ বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি মানুষ পরিবেশ শরণার্থী হওয়ার আশংকা রয়েছে। তাই স্বল্পোন্নত দেশগুলোতে অভিযোজন বাবদ তহবিল প্রদানে অগ্রাধিকার প্রদানের বিষয়টি প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত করলেও তা ক্ষতিপূরণ হিসেবে প্রদানের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্যারিস চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়নি, যা সুস্পষ্টভাবে প্রতিশ্র“তির লংঘন।