
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি গণসংগঠন। আওয়ামী লীগ আন্দোলন করতে যেমন জানে, তেমনি আন্দোলন দমাতেও জানে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে নিজ বাড়িতে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
যুবলীগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কোটা সংস্কার ও নিরাপদ সড়কের আন্দোলনের কথা তুলে ধরে ওমর ফারুক বলেন, ‘নিরাপদ সড়ক আর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় সরকার যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে।
গুজব ছড়িয়ে সরকার উৎখাতের জন্য যখন বিভিন্ন মহল তৎপর হয়ে উঠলো তখন পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী তা দেখিয়ে দিয়েছেন।
বিএনপি মহাসচিব এবং তথাকথিত একজন আন্তর্জাতিক আইনজীবী সাধারণ ছাত্রদের এসব আন্দোলন নিয়ে ফায়দা লুটতে চেয়েছিল বলে অভিযোগ করেন ওমর ফারুকের।
তিনি আরও অভিযোগ করেছেন, একই মহল ঈদুল আযহার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়েও গুজব ছড়াতে চেয়েছিল। আন্দোলন জমাতে না পেরে তারা কোন ইস্যু পেলেই গুজব ছড়ায় বলে অভিযোগ যুবলীগের এই শীর্ষ নেতার।সূত্র-আরটিএনএন