
স্কটল্যান্ডের মুসলিম নারীরা মসজিদে প্রার্থনা করার ব্যাপারে সমান অধিকার এবং মসজিদ পরিচালনায় সমভাবে অংশীদার হওয়ার জন্য ব্যাপক প্রচারণা চলাচ্ছে।
‘স্কটিশ মসজিদ সবার জন্য’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে দেশটির মুসলিম নারীরা সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নারীদের গুরুত্বের কথা তুলে ধরেন। যুক্তরাজ্যের বেশীরভাগ মসজিদে নারীদের জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা নেই এবং মসজিদে তাদের যে জায়গা দেয়া হয় তা খুবই অপ্রতুল।
প্রচারণা সংস্থাটি জানায় যে, ‘এটি দুর্ভাগ্যজনক যে বেশীরভাগ মসজিদে নারীদের প্রার্থনা করার জন্য প্রয়োজন অনুসারে সুবিধা দেয়া হয় না এবং প্রার্থনা করার যে স্থান নারীদের জন্য বরাদ্দ থাকে তা একেবারেই অপ্রতুল। এটি হতাশাজনক যে, অনেক মসজিদ পরিচালনা কমিটিতে খুবই কম এবং অনেক মসজিদ পরিচালনা কমিটিতে নারীদের উপস্থিতিই নেই। যেটা হয়তোবা ইচ্ছাকৃতভাবেই হয়ে থাকে এবং এর ফলে নারীদের এসব ব্যাপারে যুক্ত হওয়ার জন্য যে আবহাওয়া দরকার তা তৈরি হয় না।’
‘স্কটিশ মসজিদ সবার জন্য’ পরিচালিত একটি অনলাইন জরিপে দুই-তৃতীয়াংশ জানায় যে মসজিদগুলোতে নারীদের জন্য কোনো স্থান নেই, এবং তাদেরকে পরিচালনা কমিটিতে যুক্ত করার উষ্ণ আহ্বানেরও অনুপস্থিতি রয়েছে।’
যুক্তরাজ্যের অনেক মসজিদই নারীদেরকে তাদের ঘরে প্রার্থনা করার জন্য উৎসাহ দেয়। অন্যদিকে স্কটল্যান্ডে কিছু নারী মসজিদে যান তবে এই সংখ্যা একেবারে কম এবং তাদেরকে মসজিদের পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়।
এজন্য দেশটির মুসলিম নারীরা মসজিদ পরিচালায় তাদেরকে অংশীদার করার আহ্বান জানাচ্ছেন। আনীতা নাইয়ার যিনি চলতি বছরের ফেব্রুয়ারীতে ‘আমার মসজিদ উন্মুক্ত করে দাও’। এমন একটি প্রচারণা শুরু করেছেন তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে একজন ধর্মীয় সংখ্যালঘু হিসাবে আমার অধিকার রক্ষা করা হয়, তবে যখন মসজিদ আমাকে দূরে সরিয়ে দিতে চাচ্ছে কিভাবে এটি একজন নারী হিসাবে আমার অধিকার রক্ষা করছে?’
‘মুসলিম ওমেন’স নেটওয়ার্ক ইন ইউকে’ নামের একটি সংস্থার প্রধান শাইস্তা গোহির বলেন, ‘কমিউনিটিতে এখনো অনেক বাধার সম্মুখীন হতে হয়। তবে নারীরা এ ব্যাপারে আশাবাদী যে তারা মসজিদে তাদের জায়গা করে নিতে পারবে। কিন্তু এর জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে।’
দাতা সংস্থাগুলোকে এটা নিশ্চিত করতে হবে যে, মসজিদগুলো তাদের দানকৃত অর্থের সুষ্ঠু বন্টন করছে এবং মসজিদ পরিকল্পনা পরিষদ তখনই একটি মসজিদ প্রতিষ্ঠার অনুমতি দিবে যখন এটি নিশ্চিত হবে যে সেখানে নারীদের জন্য প্রয়োজনীয় স্থান রয়েছে।
যুক্তরাষ্ট্রের মুসলিম নারীদের সংগঠন সেদেশের মসজিদগুলোতে নারীদের জন্য প্রয়োজনীয় স্থানের নিশ্চিত করার জন্য আন্দোলন চালিয়ে আসছে। সংস্থাটি জানায়, ‘মুসলিম নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে নেতৃত্বে আসতে সাহায্য করতে হবে। এতে করে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে।’
‘স্কটিশ মসজিদ সবার জন্য’ এই প্রচারণা সংস্থাটি সংবাদ মাধ্যম দ্যা অবজারবারকে সাক্ষাতকার দিতে অস্বীকার করে তবে তাদের ফেইসবুকে তার এই বিষয়ে একটি লিখা প্রকাশ করে যেটাতে তাদের কাজের উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা পওয়া যায়, তারা লিখে, ‘তারা একসাথে কাজ করে যাচ্ছে মসজিদগুলোতে সুন্দর কাজের পরিবেশ তৈরি করার জন্য এবং মসজিদ পরিচালনা কমিটিতে নারীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার ব্যাপারে সহায়তা করে যাচ্ছে।’
সূত্রঃ দ্যা গার্ডিয়ান।