
২০২৫ সালের মধ্যে পাকিস্তানে দেখা দেবে খরা। পানির কষ্টে ভুগবেন পাকিস্তানি জনগন। জাতিসংঘের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
রিপোর্টে বলা হয়েছে এখন থেকে জল সংরক্ষণে উদ্যোগ না নিলে আগামিদিনে পানি নিয়ে যুদ্ধ বেধে যেতে পারে পাকিস্তানে।
জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের কেউ এই পানিকষ্ট থেকে ছাড় পাবেন না। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পাকিস্তান ধীরে ধীরে পানি সংকটের দিকে এগোচ্ছে।
তাই এখন থেকে ব্যবস্থা না নিলে ২০২৫ সালের মধ্যে পানি শুন্য রাষ্ট্রে পরিণত হতে পারে পাকিস্তান। চাহিদার তুলনায় কমে যাবে পানি সরবরাহ।
পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২০ কোটি ৩০ লক্ষ। কিন্তু আগামী সাত বছরের মধ্যে এই জনসংখ্যা আরও বেড়ে যাবে।
পানিসংকটের কারণ হিসাবে জনসংখ্যা বৃদ্ধিকেও দায়ী করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে পাকিস্তানের জলের চাহিদা বেড়ে হবে ২৭৪ এমএএফ।
কিন্তু পানি সরবরাহ কমে দাঁড়াবে ১৯১ এমএএফে। মাঝে ঘাটতি ৮৩ এমএএফ। ১৯৫০ সালের পর থেকে ধীরে ধীরে পাকিস্তানে পানি সরবরাহ কমেছে।
২০২৫ সালের মধ্যে খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে পাকিস্তান। রিপোর্টে যা বলা হয়েছে, absolute water scarcity line.
এছাড়া পানির গুণমান নিয়ে দেখা দেবে প্রশ্ন। পাকিস্তান কাউন্সিল অফ রিসার্চ ইন ওয়াটার রিসোর্সের রিপোর্টে বলা হয়েছে, ২০১৫-১৬ সালে যত জায়গা থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়েছে তার ৭০ শতাংশ মানব ব্যবহারের অযোগ্য।
এছাড়া মাটির নিচে পানিরস্তর কমে যাওয়া, পানি সংরক্ষণে কোনও ব্যবস্থা না নেওয়া, পানি সম্পদের অপব্যবহার ইত্যাদি কারণে এই খরা পরিস্থিতির তৈরি হবে।