
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সদরের ঢাকা রংপুর মহাসড়কে ব্র্যাক অফিসের উত্তর পাশ্বে মহেষপুর নামক স্থানে আজ সোমবার বিকালে সাড়ে ৪ টার সময় জেরিন এন্টার প্রাইজ বাসের চাপায় ঘটনাস্থলে সিএনজি চালক, এক নারী ও শিশু সহ ৩ জন নিহত ও আহত হয় ২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন নিহত হয়। এঘটনায় নিহত ৪ : আহত ১ জন হয়। ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়। পরে ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।
এখবর নিশ্চিত করে উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসে কর্মকর্তা।
নিহত ৪ জন হলেন সাদুল্যাপুর উপজেলার জানিপুর গ্রামের রাসেলের স্ত্রী আর্জিনা বেগম,মহিপুর গ্রামের সিএনজি চালক সুমন মিয়া,পলাশবাড়ী উপজেলার সদরের উদয়সাগরের শিশু মোহাম্মদ ও শিশুটির পিতা মাওঃ আব্দুল হান্নান। এঘটনায় আহত শিশু আব্দুল হান্নানের বড় ছেলে আব্দুর রহমান।