
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আযোজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সাথে উপজেলার সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা আজ ২০ আগষ্ট সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী তাহাজ্জদ হোসেন,সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ইসলাম উপজেলা পুঁজা উৎযাপন পরিষদের দিলিপ চন্দ্র সাহা,পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা , প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক বিষয়েয় উপরে সকলের বক্তব্য শুনেন ও উত্থাপিত সমস্যা গুলোর সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন। তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের নিকট তুলে ধরার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনকে ঘিরে এ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পদক্ষেপ বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহন করেন। পরিবেশ রক্ষায় আসন্ন ঈদে কোরবানির বজ্র যত্রতত্র না ফেলার বিষয়ে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
উল্লেখ্য, এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন দিনাজপুর সদরের সহকারি কমিশনার (ভুমি) হিসাবে কর্মরত ছিলেন। গতকাল ১৯ আগষ্ট রবিবার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।