
জাতীয়তাবাদি দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১৯ আগষ্ট রবিবার সকালে গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালী ও দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলার বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, উপদেষ্টা খন্দকার আহাদ আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, শফিকুল ইসলাম লিপন, আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন, ইলিয়াস হোসেন, খন্দকার জাকারিয়া আলম জিম, হাসানুর রহমান চৌধুরী ডিউক, রুহুল আমিন আলামিন, চিশতি তৌহিদ সৌরভ, শহিদুর রহমান কনক, সোয়েব হক্কানী, খন্দকার আলামিন, ইমাম হোসেন আলাল, শাহ আলম শেখ, হাসানুল হক রিপন, কাজল চাকী, শফিকুর রহমান খোকা, এসএম হুনান হক্কানী, নাজিউর রহমান নাজিম, খলিলুল ইসলাম, শরিফুল ইসলাম চঞ্চল, রঞ্জু মিয়া, ফিরোজ কবীর, মোন্নাফ মিয়া, মামুন, নয়ন মিয়া, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।