গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং রেলগেট মোড়ে অবস্থিত পাইকড় গাছটি সম্প্রতি কাল বৈশাখী ঝড়ের আঘাতে হেলে যাওয়ায় গাছটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহুর্তে গাছটি উপড়ে পড়ে কিংবা ডাল পালা ভেঙ্গে মারাতœক দুর্ঘটনা ঘটতে পারে বলে সর্বত্রই এমন আতংঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান গত ১৫ এপ্রিল বিকাল সাড়ে ৪ টার দিকে এ অঞ্চলের উপর দিয়ে হঠাৎ প্রচন্ড বেগে বয়ে যাওয়া প্রলয়ংকারী ঝড়ে পাইকড় গাছটির গোড়া ফাটল ধরে রেললাইনের পূর্বধারে অনেকটা ঝুঁকে পড়ে। রেললাইন থেকে পশ্চিম ধারে মাত্র ৪০/৫০ ফিট অদুরে জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা নলডাঙ্গা ১নং রেলগেটের তিন রাস্তার মোড়ে এই গাছটি অবস্থিত। বর্তমানে গাছটির চারিদিকে প্রায় শতাধিক ছোট বড় বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্টান রয়েছে। আর এসব ব্যবসা প্রতিষ্টানের উপর দিয়ে গাছটির বিশাল বিশাল ডালপালা ছেয়ে গেছে। এছাড়া গাছটির নীচ দিয়ে দিবারাত্রি বাস,ট্রাক,মাইক্রোবাস,পিকআপ, সিএনজি, অটোবাইক সহ অসংখ্য বিভিন্ন ধরনের যানবাহন ও হাজার হাজার পথচারী এবং শতশত স্কুল কলেজগামী কোমলমতি শিক্ষার্থী চলাচল করে বিদ্যমান পরিস্থিতিতে গাছটি নিয়ে এখন সর্বসাধারণের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে রেল লাইন সংলগ্ন এ গাছটি কোন সময় বিধ্বস্থ হলে সান্তাহার-লালমনিরহাট-দিনাজপুর রুটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রয়েছে। ওই এলাকার ব্যবসায়ী দুদ মিয়া,জাহাঙ্গীর মিয়া,বেলাল,আতাউর রহমান সহ অনেকেই বলেন বর্তমানে গাছটি যে অবস্থায় আছে এতে আবারো যেকোন মুহুর্তে সামান্য ঝড় বৃষ্টিতেই ঝুকিপূর্ণ এ গাছটি ভেঙ্গে পড়ে আমাদের ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি সাধন সহ সর্ব সাধারণের জীবন হানিকর দুর্ঘটনা ঘটার আশঙ্কা করা হচ্ছে। তারা আরও বলেন এ নিয়ে আমরা সার্বক্ষনিক শঙ্কিত থাকি কখন জানি কি ঘটে। তবে বিষয়টি তাৎক্ষনিক ভাবে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করা হলেও গত ২ সপ্তাহেও তিনি এব্যাপারে কোন কার্যকরী কোন পদক্ষেপ নেননি বলে জানা গেছে। এছাড়া গাছটির কারনে মাঝে মধ্যেই অনেক যানবাহন স্বাভাবিক গতিতে চলাচলও বিঘœ ঘটে বলে ভ’ক্তভোগি এসব যানবাহন চালকেরা জানান। এমতবস্থায় ঝুকিপূর্ণ গাছটি অনতি বিলম্বে অপসারনের জন্য ভুক্ত ভোগি জনসাধারণ সংশ্লিষ্ট বড় কর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছেন।