
খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীর বঙ্গবন্ধু সাহিত্য কেন্দ্রের পরিচালক সাহিত্যিক বজলার রহমান রাজা সাহিত্যে অবদানের জন্য অমর সাহিত্য সম্মাননা ক্রেষ্ট পেলেন।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব ভিআইপি কনফারেন্স লাউঞ্জে প্রকাশনা উৎসব ও সম্মাননা অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাহিত্যে অবদানের জন্য বজলার রহমান রাজাকে অমর সাহিত্য সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
“গ্রন্থ জ্ঞানের উৎস, আলোকিত মানুষ হতে বই পড়–ন”-এ শ্লোগানকে সামনে রেখে অমর প্রকাশনীর আয়োজনে অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী রচিত ঘাতক নির্মূল আন্দোলনে স্মৃতিবাহী ১৯৯৩ ব্যক্তিগত ডায়েরী গ্রন্থের প্রকাশনা উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিল ফিন্যান্স কমিটির চেয়ারম্যান স.ম রেজাউল করিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়–য়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব মোঃ ওমর ফারুক, দৈনিক মানবজমিন ব্যবস্থাপনা সম্পাদক বাবর আশরাফুল হক, বিশিষ্ট লেখক ও কথা সাহিত্যিক মেজর পরিতোষ কুমার রায়, জাতীয় কবিতা পরিষদ সভাপতি মন্ডলীর সদস্য আসলাম সানি, বিশিষ্ট নারী উদ্যোক্তা লায়ন জেবিন সুলতানা কান্তা ও লেখক সাংবাদিক মোহাম্মদ হোসেন স্বপন প্রমুখ।