1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ অর্থের অভাবে ধান কাটতে না পারা চার কৃষকের ৩ একর জমির ধান কেটে দিলেন লালমনিরহাট কৃষকদল ‎ পীরগঞ্জে হানি ট্র্যাপের ঘূর্ণাবর্তে প্রধান শিক্ষক স্বপন কুমার; অন্যদিকে রাসলীলা উপভোগে উন্মত্ত সহকারি শিক্ষক রামকৃষ্ণ রায়! পীরগঞ্জে খোলা পেট্রোল বিক্রি হচ্ছে এসি ল্যান্ড অফিসের সামনে! উদ্দীপনায় পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তারাগঞ্জে পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণঅভ্যুত্থান দমন মামলায় হাসিনা–কামালের মৃত্যুদণ্ড “পলাশবাড়ীতে জামায়াতের শোকরানা নামাজ আদায়” পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল ইউএনও’র নেতৃত্বে রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বছর জুড়ে বলিউডে ‘স্টার কিড’দের রাজত্ব

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ১২৯ বার পড়া হয়েছে

জাহ্নবী, সুহানা, সারা আলি খান থেকে ঈশান খট্টর, নুপূর স্যানন, হর্ষবর্ধন কাপুর, সিদ্ধান্ত কাপুর–এবছর বলিউডে যে-যে নতুন মুখ এসেছেন, বা আসছেন, তাদের অধিকাংশই ‘স্টার-কিড’! ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অনেকে ঠাট্টা করে বলছেন, এ’বছর ‘স্টার কিড’-দের ভিড় ঠেলে কোনও বহিরাগত ‘ফ্রেশ ফেস’ বলিউডে এন্ট্রি পেলে তাকে কুর্ণিশ করা হবে!

সুহানা খান:

শাহরুখ খান, গৌরী খান কন্যা সুহানা খান! প্ল্যাটারে অপেক্ষা করছে প্রচুর অফার। তবে ডেবিউ-এর জন্য শাহরুখ কন্যার তালিকায় রয়েছে মাত্র দুটো নাম– সঞ্জয় লীলা বনসালি এবং সুজয় ঘোষ। সম্প্রতি জনপ্রিয় লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’-এর কভারে দেখা মিলেছে! করণ জোহর নিজে হাতে ট্রেনিং দিয়েছেন অভিনয়ের । ইতিমধ্যেই প্রথম ছবির অফারের ছড়াছড়ি।

তব, সঞ্জয় লীলা বনসালি অথবা সুজয় ঘোষের ছবিকেই বি-টাউনের স্টেপিং স্টোন হিসেবে বাছতে চান সুহানা। পাপা শাহরুখও মেয়ের ডেবিউ প্ল্যানিং নিয়ে মাথা ঘামাচ্ছেন! ব্যস্ত মা গৌরিও! বরাবরই খবরের শীর্ষে শাহ রুখ, গৌরি কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় সুহানার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইনস্টাগ্রাম বা ট্যুইটারে একটা ছবি পোস্ট করলেন কী কমেন্টস-এর বন্যা! তার নামে ফেসবুকে ফ্যান পেজ-এর সংখ্যাও অগণিত! তার জুতো থেকে সুমিং পুলে বিকিনি পড়ে বান্ধবীর সঙ্গে জলকেলি… সুন্দরীর প্রতিটি মুহূর্ত নিয়ে উত্তেজনা তুঙ্গে! এককথায়, সোশ্যাল মিডিয়ার নয়া সেনসেশন সুহানা খান! এবার পর্দা কাঁপাতে আসছেন সুন্দরী!

জাহ্নবী কাপুর:

এবছরের সবচেয়ে চর্চিত ডেবিউ জাহ্নবী কাপুর-এর। প্রথম ছবি ‘ধড়ক’ মুক্তি পেল জুলাই মাসে। জাহ্নবী কিন্তু ২০১৭ থেকেই সেলেব স্টেটাস পেয়ে আসছেন। ‘ধড়ক’-এ তিনি কেমন অভিনয় করবেন তা কেউ জানত না! কিন্তু শ্রীদেবী কন্যাকে নিয়ে হুড়োহুড়ি কম ছিল না।

হর্ষবর্ধন কাপুর:

ডেবিউ হয়েছিল আগেই। তবে এই প্রথম কমার্শিয়াল ছবি- ‘ভাবেশ জোশি সুপারহিরো’-এ দেখা গেল অনিল কাপুর পুত্র হর্ষবর্ধনকে। তবে এই ছবিতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা অনেকেরই বোধগম্য হয়নি। যদিও লুক নিয়ে এক্সপেরিমেন্ট থেকে অন্য ধরনের চরিত্র বাছাইয়ের চেষ্টা…বৈচিত্র আনার চেষ্টা করেছেন বৈকি!

ঈশান খট্টর:

এই তালিকায় স্বতন্ত্র শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর। ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ হোক কী ‘ধড়ক’– ঈশান প্রমাণ করেছেন, অভিনয়টা তিনি পারেন।

সারা আলি খান:

করণ জোহরের হাত ধরেই এ’বছর বলিউডে পা রাখছেন সইফ কন্যা সারা আলি খান-ও। রোহিত শেট্টির ছবি দিয়ে জার্নি শুরু। বিপরীতে রণবীর সিং। ইন্ডাস্ট্রির অনেকেরই মত–কিছুদিনের মধ্যেই জাহ্নবীকে ছাপিয়ে সারাই আসতে চলেছেন লাইমলাইটের কেন্দ্রে !

অনন্যা পান্ডে:

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলে দেখা মিলবে চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের। বিপরীতে টাইগার শ্রফ।

সিদ্ধান্ত কাপুর:

তালিকায় রয়েছেন শক্তি কাপুরের ছেলে, শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুরও। তবে স্টার কিড- দের কাস্ট করা নিয়ে বিতর্কও কিছু কম নেই! অনেকেই বলছেন– রোজ হাজার খানেক নতুন ছেলেমেয়ে অডিশন দেন। অথচ শেষপর্যন্ত বেছে নেওয়া হয় স্টার কিড- দেরকেই। বাবা মায়েদের পরিশ্রমের ফল? নাকি নেপোটিজম?

করণ দেওল:

পাইপলাইনে রয়েছেন সানি দেওলের ছেলে করণ দেওলও ! অনেকবছর বাদে বলিটাউনে একই বছরে এতজন তারকা সন্তান পর্দায় পা রাখতে চলেছেন! তবে, প্রথম ছবি পাওয়া সহজ হতে পারে, কিন্তু নিজেকে প্রমাণ করতে না পারলে টিকে থাকা মুশকিল! ২০১৮য় প্রায় এক ডজন নতুন ‘স্টার কিড’ বি-টাউনে আসছেন। ২০২০-র মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, কার দৌড় কতদূর!

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft