
গাইবন্ধা জেলার গোবিন্দগঞ্জে বিদেশী পিস্তুল, গুলি ও ম্যাগজিন সহ রশিদুল ইসলাম নামে এক যুবক কে হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পবিত্র ইদুল আযহা উপলক্ষে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস -নাশকতাকারী ও মাদককারবারীদের দমনে জেলা পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় আজ ১৫ আগস্ট বুধবার রাত ৮ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ৪ নং ওয়ার্ডের গোহাটিপাড়া হতে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগন্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে এসআই নুরুনবী, এস আই হাবিবুল বাহার হাবিব ও সঙ্গীয় ফোর্স রশিদুল ইসলামকে ১ রাউন্ড তাজা গুলিসহ ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল সহ হাতে নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রশিদুল ইসলাম গোবিন্দগঞ্জ পৌরসভাধীন গোহাটিপাড়ার মৃত ফজের আলীর ছেলে।
এখবর নিশ্চিত করে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপারর (সি-সার্কেল) রেজিনূর রহমান জানান,বিদেশী পিস্তুল, গুলি,ম্যাগজিন সহ আটককৃত রশিদুলের বিরুদ্ধে অস্ত্র ও সন্ত্রাস আইনে অত্র থানায় মামলার প্রস্তুতি চলছে।