হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকালে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি সোনার বারসহ দুই মহিলা যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার সকাল ৯টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা এসব সোনার বারসহ তাদের গ্রেফতার করেন।
আটকরা হলেন, জেসমিন আক্তার (৩৫) ও পারভীন আক্তার (২৬)। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। আটককৃতদের বাড়ি চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানা এলাকায়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান বাসসকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমানের মাস্কাট থেকে আসা একটি বিমান চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌছে। এ বিমানের ডোমেস্টিক যাত্রী হিসেবে জেসমিন ও পারভীন ঢাকায় আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা সকালে জেসমিন ও পারভীনের দেহ তল্লাশি চালিয়ে এসব সোনার বার উদ্ধার করেন। এই স্বর্ণ তাদের দেহের বিশেষ স্থানে লুকিয়ে আনা হয়।
জেসমিন একজন গার্মেন্টস কর্মী ও পারভীন একজন পার্লার কর্মী বলে জানা গেছে। জালাল নামে এক ব্যক্তি তাদেরকে জনপ্রতি একটি করে সোনার বার দিবে বলে প্রলোভন দেখালে তারা সোনার চালানটি ঢাকায় নিয়ে আসেন বলে আটককৃতরা জানান।
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তির হাতে পৌছে দেয়া ছিল তাদের কাজ।
আটককৃত সোনাগুলো বর্তমানে কাস্টমস-এর হেফাজতে রয়েছে।সূত্র- বাসস