
সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,বিশাল শোক র্যালী, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,মেডিকেল ক্যাম্প,সকল মসজিদে মিলাদ মাহফিল-মন্দির-গীর্জায় বিশেষ প্রার্থনা,১মিনিট নিরবতা পালন অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পন শেষে বিশাল শোক র্যালীর নেতৃত্ব দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি । শোক র্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী সচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আব্দুর রাফিউল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আক্তারা বেগম রুপা,ওসি মজিবুর রহমান পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম আজাদ,উপজেলা প্রকৌশলী ছাবের অালী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদিপ কুমার সরকার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আক্তার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জীবুন নেসা,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল,
যুগ্নঃ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ,সহ -সভাপতি কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহীন,অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স,ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহাম্মেদ,ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ,গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম রিপন,সাপমারা ইউপি চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ, তাঁতীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনায় করা হয়।