
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবুল কালাম শামসুদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সহকারি ইনস্ট্রাক্টর মহিদুল হাসান, অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমূখ। শেষে ডেপুটি স্পিকার দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষিত যুবদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করেন।