
নির্বাচন কমিশনে আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দুপুরের দিকে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের কাছে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন দলের বার্ষিক হিসাব জমা দেয়।
যেখানে দলটির আয় দেখানো হয়েছে ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা। অন্যদিকে ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা। এছাড়াও আয়–ব্যয়ের এই হিসাবে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা।
আয়ের প্রধান উৎসের মধ্যে উল্লেখযোগ্য- দলের নতুন ভবন নির্মাণে অনুদান, দলের সদস্যদের কাছ থেকে বার্ষিক চাঁদা, ব্যাংকের টাকা থেকে লাভ ইত্যাদি।
অন্যদিকে ব্যয়ের প্রধান খাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য- দলের ভবন নির্মাণ, কর্মচারীদের বেতন-বোনাস, আপ্যায়ন, সভা-সেমিনার, ইউটিলিটি বিল ইত্যাদি ২০১৭ সালে আয়-ব্যয় দুটোই বেড়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় থাকা আওয়ামী লীগের।