
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট ঢাকাসহ সারাদেশে জেলা, উপজেলায় দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রবিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, দিবসটি উপলক্ষে খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে ঢাকাসহ প্রতিটি জেলা, উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।