
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর আওতায় দুঃস্থ-অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। সরকারের বিশেষ ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নে ১৩ হাজার ৭৩টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
রোববার উপজেলার হোসেনপুর ইউপি’র হাঁসবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের ১ হাজার ৩’শ ২৫টি দুঃস্থ-অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিশ আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার মো. আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম, ট্যাগ অফিসার এএইচএম হুমায়ুন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম জানান, পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সরকার দুঃস্থ-অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে চাল বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।