
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নবগঠিত উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দনা রাণী সরকার, সহ-সভাপতি রিক্তা বেগম, শিউলী আক্তার, দপ্তর সম্পাদক বিলকিছ বেগম ও বেতকাপা ইউনিয়ন সভাপতি সুজিনা বেগম, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস প্রমুখ। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আওয়ামী মহিলা লীগের সদ্য অনুমোদিত কমিটির নেতৃত্বে দলীয় সার্বিক কার্যক্রমকে আরো বেগবান করতে সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দের স্বতঃস্ফুর্ত ভুমিকাসহ সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।