
“সেভ স্পেস ফর ইয়থ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিশ^ যুব দিবস পালিত হয়েছে। রোববার বিকেল পলাশবাড়ী দ্বিমুখী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠ হতে একটি বিশালী র্যালী বের হয়ে র্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেন, প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সুবিধাভোগীদের মধ্যে শহীদ মিয়া ও রুম্পা আক্তার প্রমুখ।