
আওয়ামীলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে হত্যা করে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের স্বপ্নকে হত্যা করেছেন। এছাড়া বিএনপি সরকারের আমলে রাজাকারদের মন্ত্রী এবং এমপি বানিয়ে মুক্তিযোদ্ধা শক্তিকেও হত্যা করা হয়েছে। তিনি বলেন, এক সময় সুন্দরগঞ্জ জামায়াত-শিবিরের তান্ডবে বিভীষিকার জনপদে পরিণত হয়েছিল। তারা মানুষ হত্যা করেছিল। শেখ হাসিনার সরকার তাদেরকে শক্তহাতে দমন করেছেন। সেখানে এখন শান্তি বিরাজ করছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌছে গেছে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদত বাষির্কী উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুন্দরগঞ্জ ডি ডাব্লিউ ডিগ্রী কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগ আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরি এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শাম-উল আলম হিরু, সহ-সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, গাইবান্ধা পৌর মেয়র জাহাঙ্গীর কবির মিলন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক প্রয়াত এমপি লিটনের বড় বোন আফরুজা বারী, সাজেদুল ইসলাম, রেজাউল আলম রেজা, পৌর মেয়র ও যুগ্ম আহবায়ক আব্দুল্যাহ আল মামুন, পৌর প্যানেল মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান বিপ্লব প্রমুখ।