
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা সদর উপজেলা নেতা ও জাতীয় কৃষক সমিতি সদর উপজেলা সভাপতি ফারুকুল ইসলাম ফারুকের মুক্তি দাবিতে আজ ১১ আগষ্ট শনিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শহর কমিটির নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, কৃষক সমিতির জেলা সভাপতি মোসাদ্দেক আহমেদ বুলবুল, যুবমৈত্রীর জেলা সভাপতি মাসুদার রহমান মাসুদ, মৃনাল কান্তি সরকার, কামরুল ইসলাম, রিপন কুমার, কৃষক সমিতি জেলা সহ-সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী, আজাদুল ইসলাম আজাদ, শহিদুর রহমান, মাসুদ মিয়া প্রমুখ।
বক্তারা ফারুকুল ইসলাম ফারুকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন।