
‘ট্রাফিক আইন মেনে চলুন’, ‘ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন’, ‘ট্রাফিক শৃঙ্খলা একটি জাতির সভ্যতার প্রতীক’ ইত্যাদি স্লোগানে ঢাকাসহ সারাদেশে চলছে ট্রাফিক সপ্তাহ ২০১৮। গত ৫ আগস্ট থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ। চলমান ট্রাফিক সপ্তাহ আরও ৩ দিন বাড়ানো হয়েছে। এ অভিযানকে আরও বেগবান করতে আগামী ১২-১৪ আগস্ট এ তিন দিন বাড়ানো হয়েছে ট্রাফিক সপ্তাহ।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ।
চলমান ট্রাফিক সপ্তাহ বাড়লো নিয়ে তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ অভিযানকে আরও বেগবান করতে ট্রাফিক সপ্তাহ তিন দিন (১২-১৪ আগস্ট) বাড়ানো হয়েছে।
চলমান বিশেষ অভিযানে ট্রাফিক সপ্তাহে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সসহ নানা কাগজপত্র ও এসবের মেয়াদ যাচাই-বাছাইয়ের করছে পুলিশ।