
আসন্ন পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে গাইবান্ধা জেলার সড়ক ও মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ ভ্রমণ নিশ্চত করার লক্ষে আজ ১০ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী থানা কনফারেন্স রুমে এক জরুরী সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানা মজিবুর রহমান পিপিএম , সাদুল্লাপুর থানা বোরহান উদ্দিন ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ভারঃ) মোস্তাফিজুর রহমান সহ ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট এবং সংশ্লিষ্ট প্রকৌশলীসহ রোডর্স এন্ড হাইওয়ের পুলিশের অফিসাররাও উপস্থিত ছিলেন।
জেলা জুড়ে জনবান্ধব পুলিশিং এবং নিরাপদ সড়ক নিশ্চতকরন ও গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষে মাঠপর্যায়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রেখে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।