
কানাডার ব্রানসউইক প্রদেশের রাজধানী ফ্রেডেরিকটনে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহত লোকজনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর সিএনএনের।
হামলার ঘটনা কারা ঘটিয়েছে বা এর পেছনে কারা দায়ী তা নিশ্চিত করেনি পুলিশ। ঘটনাকে তাৎক্ষণিকভাবে সন্ত্রাসী হামলা হিসাবে আমলে নিচ্ছে না কানাডিয়ান পুলিশ।
কানাডা পুলিশের টুইট বার্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে গনমাধ্যমগুলো।
ফ্রেডেরিকটনের পুলিশ স্থানীয় বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউ ব্রানসউইক কানাডার পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ। প্রদেশটির তুলনামূলক জনবহুল এলাকাগুলোর একটি হলো ব্রুকসাইড ড্রাইভ।