
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে এসে গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদকে আরো দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এর আগে প্রথম দফায় চার দিনের রিমান্ডে শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করে আরো ১০ দিন রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। একই আদালত এর আগে নওশাবাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।