
গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা লিগ্যাল এইড কমিটি। শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়। ‘বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপসও হয়’ এ প্রত্যিপাদে সারাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। র্যালী শেষে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ ও জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী| এসময় অন্যান্যরা উপস্থিত ছিলেন।