
‘ট্রাফিক আইন মেনে চলবো নিরাপদে বাড়ী ফিরবো’ এই প্রতিপাদ্যে ট্রফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে জেলা জুড়ে অভিযানের অংশ হিসাবে গাইবান্ধা জেলা পুলিশ উদ্যোগে আজ ৭ইং আগষ্ট মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া মোড়ে আজ দুপুরে ফিটনেন্স বিহীন অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

উপজেলার ঢাকা রংপুর মহাসড়কে নিরাপদে চলাচলের লক্ষে ফিটনেন্স বিহিন অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহিন চালকদের বিরুদ্ধে অভিযানের শুভ উদ্বোধন করেন,পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া,এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্যাহ আল ফারুক,জেলা ট্রাফিক পুলিশের টিআই আতাউর রহমান, টি আই বেলাল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা ট্রাফিক পুলিশের টিআই মিজান,টিআই নূর আলম,ওসি তদন্ত আশরাফুজ্জামান,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শাহীন আকন্দ, কাউন্সিলর আনিছুর রহমান শিবলু,কাউন্সিলর মোখলেছসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ অভিযানে বৈধ কাগজপত্র প্রদর্শন করায় ও আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার। পাশাপাশি বেশ কিছু মামলা দায়ের করা হয়। একই সাথে যারা সঠিক কাগজপত্র ও নিয়ম মেনে গাড়ী চালাচ্ছেন তাদেরকে নিরাপদ যাত্রায় অভিনন্দন জানানো হয়। ট্রাফিক সপ্তাহে উপস্থিত পুলিশ সুপার জানান, গাইবান্ধা জেলার কোথায়ও কোন ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সেস বিহিন চালক ও বেপরোয়া গতিতে গাড়ী চালালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সর্বদা প্রস্তুত রয়েছে ট্রাফিক পুলিশ।