
গতরাতে গাইবান্ধার সুন্দরগঞ্জে র্যাবের সাথে গুলি বিনিময়কালে জেলার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৮ টির অধিক মাদক মামলার আসামী ঠসা সালাম নিহত; বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিদেশী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। দুই জন র্যাব সদস্য আহত।
র্যাবের সাথে গুলি বিনিময়কালে নিহত ঠসা সালাম (৪৬) সুন্দরগঞ্জ উপজেলার সাতগিরি গ্রামের মৃত সফু করাতি @ সবুর আলীর ছেলে।