
গণপরিবহনে নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নসহ নৌ-মন্ত্রী শাহজাহান খানের পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাম-গণতান্ত্রিক জোট গাইবান্ধার উদ্যোগে ৬ আগষ্ট সোমবার জেলা শহরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ও জোটের জেলা সমন্বয়ক মিহির ঘোষ, বাসদ মার্কবাদী জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদ সমন্বয়কক গোলাম রব্বানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত এক সপ্তাহে শিশু শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের গণপরিবহনে কতটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নসহ অবিলম্বে নৌ-মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।
বক্তারা আরও বলেন, মেহনতী মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে সামনে রেখে দ্বি-দলীয় বৃত্তের বাইরে গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে জনগণকে সাথে নিয়ে বাম গণতান্ত্রিক জোট বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।