
নাটোরের হালসা ইউনিয়নের, হালসা উচ্চ বিদ্যালয়ে, ০৫-০৮-২০১৮ (রবিবার) বিকালে এক বিশাল ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। যে দুটি দল অংশ গ্রহন করেন তারা হল বিবাহিত বনাম অবিবাহিত।হলুদ জার্সি পরিহিতরা ছিলেন অবিবাহিত ও বেগুনি জার্সি নিয়ে খেলেছেন বিবাহিতরা | বিবাহিত দলের অধিনায়ক হিসাবে ছিলেন নাজমুল ইসলাম ও অবিবাহিত দলের সফল অধিনায়ক ছিলেন আমির হামজা। ২-১ গোলে পরাজিত হন বিবাহিত ফুটবল দল। খেলার ২৫ মিনিটে ও ৬২ মিনিটে দুইটি গোল করেন, অবিবাহিত দলের স্ট্রাইকার আরিফুল ইসলাম। এবং বিবাহিতরা খেলার ৭৮ মিনিটে পেনাল্টির দেখা পায়। শুভ পেনাল্টি শর্ট মেরে বিবাহিতদের গোলের খাতা খুলে। খেলা শেষে ম্যাচ সেরা নির্বাচিত হন আরিফুল ইসলাম।