
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয় কর্তৃক আজ ৬ আগষ্ট সোমবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরে বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়। উপজেলা সদরের বিভিন্ন মার্কেটের বিভিন্ন খাবার ও ঔষুধের দোকানে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিপণন প্রক্রিয়ায় ভোক্তা অধিকার লঙ্ঘন ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধের দায়ে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ টি দোকানে মোট সাড়ে সাত হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার লঙ্ঘন করে বিপনন প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মাসুদ আলী, এসময় উপস্থিত ছিলেন জেলা বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন সহ জেলা পুলিশের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। অভিযানে নিরাপত্তা বিধানে জেলা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা।