
প্রখ্যাত আলোকচিত্রী ও দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলমের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় দায়ের করা মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত শহীদুল আলমের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, সোমবার পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের পুলিশ পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় শহীদুল আলমের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন নিয়ে ফেসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে গুজব ও উসকানি ছড়ানোর অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
শুনানি গ্রহণ করে মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং ১০ দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রোববার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহীদুল আলমকে তার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের অ্যাডিশনাল কমিশনার কাজী শফিউল আহমেদের বরাত দিয়ে শহীদুল আলমের পার্টনার অধ্যাপক রেহনুমা আহমেদ বলেন, একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচারিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে শহীদুল আলমকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে তিনি নিজেও মুখ্য মহানগর হাকিমের আদালতে পৌঁছেছেন বলে জানান। এ সময় সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার সঙ্গে ছিলেন বলেও জানান তিনি।