
টুইন টাওয়ারে হামলাকারী মিসরীয় নাগরিক মোহাম্মদ আত্তা। মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছেন সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন লাদেনের সৎ ভাই। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা শুনেছি মোহাম্মদ আত্তার মেয়েকে বিয়ে করেছে হামজা বিন লাদেন। সে কোথায় আছে তা নিশ্চিত নই।’
লাদেন হত্যার প্রতিশোধ নিতে প্রতিজ্ঞা করেছেন হামজা এমনটাও জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমের খবরে জানাযায়, ওসামা বিন লাদেনের জীবিত তিন স্ত্রীর মধ্যে খাইরিয়া সাবারের পুত্র হামজা বিন লাদেন। পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে ওসামা নিহত হওয়ার সময়ে তার সঙ্গেই ছিলেন খাইরিয়া। আল কায়েদার বর্তমান নেতা আইমান আল জাওয়াহিরি শীর্ষ সহকারী হিসেবে মনে করা হয় হামজাকে।