
‘ট্রাফিক আইন মেনে চলবো নিরাপদে বাড়ী ফিরবো’ ভিআইপি, সিআইপি, আমলা আইন না মানলে মামলা ‘ ট্রফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশ উদ্যোগে আজ ৬ আগষ্ট সোমবার পলাশবাড়ী উপজেলা সদরে ফিটনেন্স বিহীন অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
উপজেলার সড়ক-মহাসড়কে নিরাপদে চলাচলের লক্ষ্যে ফিটনেন্স বিহিন অবৈধ যানবাহন ও ড্রাইভিং লাইসেন্স বিহিন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কিছু মামলা দায়ের করা হয়। একই সাথে যারা সঠিক কাগজপত্র ও নিয়ম মেনে গাড়ী চালাচ্ছেন তাদেরকে নিরাপদ যাত্রায় অভিনন্দন জানানো হয়।

এসময় জেলা ট্রাফিক পুলিশের টি আই বেলাল হোসেন, সার্জন আযম খান,এটি এস আই আব্দুর রশিদ, পলাশবাড়ী থানার এস আই আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স, সাধারণ জনগন, সাংবাদিকবৃন্দ, উপজেলার সরকারি কলেজের বিএনসিসি ও স্কাউট টিমের সদস্যরা, উপস্থিত ছিলেন।
ট্রাফিক সপ্তাহে উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ সময় বলেন- গাইবান্ধা জেলার কোথায়ও কোন ফিটনেন্স বিহিন গাড়ী, ড্রাইভিং লাইন্সেস বিহিন চালক ও বেপরোয়া গতিতে গাড়ী চালালে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সর্বদা প্রস্তুত রয়েছে ট্রাফিক পুলিশ।