
শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে আনতে স্কুলের প্রধান শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের দায়িত্ব নিতে হবে, অজুহাত দেখানোর সুযোগ নাই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার দুপুরে বিকেলে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে রাজধানীর বিভিন্ন কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে এই মতবিনিময় আহ্বান করা হয়।
কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের আপনারা আদর করে বোঝান, তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। তোমাদের বিজয় অর্জন হয়েছে। এখন সরকারকে কাজ করতে দিতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, অবিভাবকদের ফোন করে বলেন, আপনার সন্তানদের ক্ষতি হতে পারে। তাই এখন রাজপথে থাকা ঠিক হবে না। আপনাদের পারতেই হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আপনাদের।
পরিবহন শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানও রাস্তায় চলাফেরা করে। তারাও কোনো না কোনো স্কুল-কলেজে পড়ে। তাই তাদের কথা চিন্তা করে হলেও লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না।
তিনি বলেন, আমাদের সমাজে নানান রকমের অসংগতি ও অনিয়ম রয়েছে। এরপরেও এ দেশ অনেক কাঠ খর পুড়িয়ে এগিয়ে যাচ্ছে। দেশ উন্নত হলে এসব অসংগতি ও অনিয়ম আস্তে আস্তে দূর হবে। শিক্ষার্থীরা রাজপথে নেমে অসংগতিগুলো ধরিয়ে দিয়েছে। তারা এখন ক্লাসে ফিরে যাবে। জ্ঞান অর্জন করবে। সামনে তোমাদের অনেক কাজ পড়ে আছে। নিজেকে তৈরি করতে হবে। ভবিষ্যতে আরো বড় কাজ করতে হবে। এখন রাজপথে থাকলে তোমাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। যা প্রমাণ হয়েছে। সুযোগ সন্ধানিরা ওৎ পেতে বসে আছে।সূত্র-আরটিএনএন