
গাইবান্ধায় শহরে মানববন্ধন চলাকালে ৫ শ ছাত্রছাত্রী অংশ নেয়। মানববন্ধনে নিরাপদ সড়ক চাই নিশচা’র যুগ্ন অাহবায়ক অাসাদুজ্জামান সরকার মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ন ও মুখপাত্র সালাহউদ্দিন কাশেম, সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, যুগ্ন অাহবায়ক ফারহান শেখ, অাবু সাইদ মানিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, মাহাবুব হোসেন লিটন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন এস, এ টিভির জেলা প্রতিনিধি কায়সার প্লাবন, নাগরিককন্ঠ ডট কমের নিজস্ব প্রতিবেদক- সঞ্জয় সাহা সহ অারো অনেকে। সড়ক দূর্ঘটনার প্রতিবাদের প্রতিরোধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।