
গাইবান্ধার শহরের খাঁ পাড়া থেকে ৩ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা,ডেনডি সুলুশন খালি দুটি টিউব, সুরুশন যুক্ত পলিথিন ইয়াবা বিক্রির ৪৫০ টাকা, ইয়াবা বিক্রির যোগাযোগে ব্যবহৃত একটি মোবাইল সেট,২ সিম সহ মাদক মামলার সাজাপ্রাপ্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়াত খাঁ ও আহাদ হোসেন জনি কে গ্রেফতার করেছে র্যাব-১৩ ।
মাদক মামলার সাজাপ্রাপ্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী ১ । আয়াত খান (২০) শহরের খাঁ পাড়ার (মধ্যপাড়া) মিলু খানের ছেলে ও ২। আহাদ হোসেন জনি (২২) আফজাল হোসেনের ছেলে। আয়াত খান (২০) মাদক মামলায় সাজাপ্রাপ্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী ও আহাদ হোসেন সদর থানার ৪ টি মাদক মামলার আসামী। মামলা গুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এ মাদক কারবারিরা এর আগেও একাধিকবার জেল হাজত হতে জামিনে বেরিয়ে শহরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। এঘটনায় গ্রেফতারকৃত চিহ্নিত মাদক ব্যবসাীদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে র্যাব ১৩ গাইবান্ধা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়।