
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।
শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে তারা দেখা করেন।
বিএনপির চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম, ব্যক্তিগত চিকিৎসক মামুনসহ পাঁচজন এই প্রতিনিধি ছিলেন বলে জানা গেছে। সাক্ষাত শেষে বিকেল সাড়ে ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে যান। তবে, গণমাধ্যমের সঙ্গে তারা কথা বলেননি।