
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ বলেই শিশুরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও নিপীড়ন এবং বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় মঈন খান এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘দেশে যেই সত্য কথা বলবে তাকেই মামলা দিয়ে দাবিয়ে রেখে একনায়কতন্ত্র কায়েম করবে আওয়ামী লীগ সরকার। কিন্তু বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না এটা প্রমাণিত হয়েছে এই কোমলমতি শিশুদের আন্দোলনের মাধ্যমে। দেশের জনগণ একদিন জেগে উঠবে আর সেদিন এই সরকার পালানোরও রাস্তা খুঁজে পাবে না।’
বিগত নয় বছরে ক্ষমতাসীনরা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সরকার যদি দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করত তাহলে কোমলমতি ছাত্রছাত্রীরা আজ রাস্তায় নামতো না।
বিএনপির নেতা বলেন, কয়েকজন প্রশ্ন করেছে, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ড্রাইভারদের লাইসেন্স দেখতে চাচ্ছে, এটা ঠিক কী না? আমি বলব, যারা আজ দেশ পরিচালনা করছে, তারা যদি ব্যর্থ না হতো তাহলে তো ছাত্ররা রাস্তায় নামতো না। আন্দোলন করতো না। তাদের ব্যর্থতার কারণে ছাত্ররা রাস্তায়।
মঈন খান বলেন, ‘এই কোমলমতি ছাত্রদের আন্দোলনের ভাষা তাদের দুঃখ-কষ্ট যদি আমরা বুঝতে না পারি যদি তাদের সাথে একত্মতা প্রকাশ করতে না পারি তাহলে সেটা আমাদের জন্যও ব্যর্থতা।’
আআয়োজক ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।