
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে হাঙ্গার প্রজেক্ট এর পিস প্রেসার কর্মশালা মঙ্গলবার সন্ধা ৭ টায় অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে, পরিবার সামাজিক রাজনৈতিক মানব মূল্যবোধের উপর নিজ ও সমাজের মাঝে দায়বদ্ধতার গুরুত্বারব রাজনৈতিক প্রভাব মুক্ত সুশৃঙ্খলা সমাজ ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে সাধারণ মানুষকে এগিয়ে আসা,নীরবতাই সমাজের অস্থিতিশীলতার মুল কারণ লক্ষ রেখে দেশের আদিবাসী-বাঙ্গালী ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সহনশীলতার ঘাটতি যে যে কারণগুলো বহমান তা নিরসনে কাজ করছে “পিস প্রেসার”।
একটি পরিবারের প্রধানের দায়িত্ব ঐ পরিবারের প্রতিটি সদস্যকে সম্পদের সমবন্ঠন সমভালবাসা প্রদানের ফলে একটি মানব উন্নয়ন এবং পরবর্তীতে সমাজ ও রাষ্ট পরিচালনায় উদারতার প্রতিফলন ঘটে। সমাজে সহনশীলতা ফিরে আনতে হলে সকলকে শান্তির লড়াই করতে হবে,ঐক্য গড়তে হবে। যা ১৯৫২ ও ১৯৭১ সালে যে আদর্শেরর স্রোতধারায় যে ঐক্য ছিল তেমনই লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। তবেই আমাদের সমাজে মিলেমিশে বাস করা সম্ভব হবে।
হাঙ্গার প্রজেক্ট এর পিস প্রেসার বাংলাদেশে মোট ৪৮টি উপজেলায় একযোগে এই সচেনতামূলক কর্মশালা পরিচালিত করছে। এর ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শ্রী নীহার রন্ধন নাথ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অলিউল ইসলাম বাদল, মিজানুর ইসলাম মিজান, রবিউল ইসলাম পাতা, সাইদুর ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম শফি (সদস্য পিস প্রেসার পলাশবাড়ী)
সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোহাম্মদ নবিউল ইসলাম,শিক্ষক পলাশবাড়ী পাইলট মডেল স্কুল ও সদস্য পিস প্রেসার।
এই অনুষ্ঠানে সুধী,নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক,ছাত্র উপস্থিত ছিলেন।