
গাইবান্ধা গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ থেকে ১৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি রেজাউল করিম ওরফে ঢোল পাগলা (৫০) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার ৩০ জুলাই রাত আনুমানিক ৯ টা ১০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের অপর টিম গোবিন্দগঞ্জ থানাধীন মহিমাগঞ্জ রেলষ্টেশনের সন্নিকটে কালী মন্দিরের নিকট হতে মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে ঢোল পাগলা (৫০) কে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি রেজাউল করিম ওরফে ঢোল পাগলা (৫০) উপজেলার জিরাইগ্রামের মৃত আসান শেখের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ১৭০ পিস ইয়াবার মূল্য ৬৮ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত মাদকব্যবসায়ির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ মাদক ব্যবসায়ী রেজাউল করিম ওরফে ঢোল পাগলা ইতিপুর্বে রংপুর রেঞ্জ ডিআইজি’র নিকট গোবিন্দগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছিল।এর বিরুদ্ধে আরো দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।