
মেয়াদোত্তীর্ন হওয়ার পরও বছরের বছর ধরে বীমার টাকা পরিশোধ না করায় গাইবান্ধায় বীমা কার্যালয়ে তালা ঝুলিয়েছে গ্রাহকরা।২৯ জুলাই রবিবার দুপুরে গাইবান্ধা পৌর শহরের পলাশপাড়ায় পদ্মা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর আঞ্চলিক কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা।
তাদের অভিযোগ, গোবিন্দগঞ্জ বাদে গাইবান্ধার বাকী ৬ উপজেলার হাজার হাজার গ্রাহকের বীমার মেয়াদ শেষ হলেও টাকা দেয়ার নাম নেই এই বীমা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের। এ পর্যন্ত বীমা কোম্পানীটির কাছে গ্রাহকদের পাওনা দাড়িয়েছে প্রায় ৩ কোটি টাকা। গ্রাহকদের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখতে বিক্ষুব্ধ গ্রাহকরা পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটিডের আঞ্চলিক কার্যালয়ে তালা দেন।